ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

টিভিতে সকাল ৯টায় শুরু হচ্ছে ‘আমার ঘরে আমার ক্লাস’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এজন্য পাঠদানের ধারাবাহিকতা ধরে রাখতে আজ সকাল ৯টা থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করা হচ্ছে। 

জাতীয় সংগীত ও করোনা সচেতনতা দিয়ে সকাল ৯টায় সংসদ টিভিতে ক্লাস শুরু হবে। বেলা ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওইসব ক্লাস পুনঃপ্রচার করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠদান করতে পারবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি