ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ২২:৪২, ২৫ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ থেকে অসহায় দরিদ্র পরিবারের লোকজনকে রক্ষার লক্ষ্যে সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে মরহুম খাদেমুল ইসলাম এমপি স্মৃতি সংসদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কালেক্টরেট স্কুল মাঠে অসহায় শীতার্ত মানুষের মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী মহন্তসহ সংগঠনের নেতা ও কর্মীগণ।
কেআই//
আরও পড়ুন