ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ঠাকুরগাঁয়ে বিলুপ্ত প্রায় শকুন উদ্ধার! 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৮, ১১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়িহাট এলাকা থেকে বিলুপ্ত প্রায় ২০ কেজি ওজনের একটি শকুন উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। 

প্রত্যক্ষদর্শী দিলদার আলী জানান, রোববার দুপুরে শকুনটি প্রথমে খোঁচাবাড়িহাটের পার্শ্বে স্বপন হোসেনের হাঁসের খামারের উপর দিয়ে চক্কর দিতে থাকে। এক পর্যায়ে শকুনটি খামারের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। এসময় খামারের লোকজন শকুনটি ধরে বেঁধে ফেলে এবং বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন।
  
রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, এসব শকুন সাধারণত হিমালয় এলাকায় বসবাস করে। শীতের তীব্রতা বৃদ্ধি পেলে এ এলাকায় এসে অবস্থান নেয়। উদ্ধারকৃত শকুনটি দেখে মনে হয়েছে তার সেটি অনেক ক্ষুধার্ত হয়ে খাবারের সন্ধানে হাঁসের খামারে পড়েছিল। শকুনটি উদ্ধারের পর তার খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হয়ে উঠলে সেটি আবার মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে।
কেআই//   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি