ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ঢাকা স্কুল অব ইকনোমিকসে রিসার্চ প্রকাশনা উৎসব

প্রকাশিত : ২০:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা স্কুল অব ইকনোমিকসের পোস্টগ্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্ট্রিপিউনারশীপ ডেভলপমেন্টের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে উদ্যোক্তা অর্থনীতির রিসার্চ মনোগ্রাফের প্রকাশনা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়। রিসার্চ মনোগ্রাফটি সম্পাদনা করেছেন উদ্যোক্তা অর্থনীতির প্রোগ্রাম কোর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং বিশেষ অতিথি ত্রয় ছিলেন বাংলাদেশের এক্রপোর্ট এসোসিয়েশন-এর সিনিয়র সভাপতি মোহাম্মদ হাতেম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ারা আজম এবং অস্ট্রোলিয়ার গ্রীফিথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। প্রফেসর ড. কাজী খলীকুজ্জমান আহমদ মন্তব্য করেন যে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট কর্মমুখী ও সৃজনশীল শিক্ষা এবং বেকারত্ব ঘোচানোর লক্ষ্যে করা হয়েছে। প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী সরকার প্রধানকে দেশে উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি