ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ঢাবি সিনেট থেকে পদত্যাগ করলেন শোভন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট থেকে পদত্যাগ করেছেন।

আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শোভনের পক্ষে পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবীব ও ডাকসুর সদস্য রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসুর সভাপতি ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক মো. আখতারুজ্জামান পদত্যাগ পত্র গ্রহণ করেন।

শোভন বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ওই দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ জন্য আমি পদত্যাগ করেছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘শোভনের পাঠানো চিঠি আমি পেয়েছি। অলরেডি অফিসকে চিঠি দিয়েও দিয়েছি। বিধিবিধান দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকেন। গত ২৬ জুন অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে ৫ ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য মনোনীত হন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি