ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

তিন রুটে ফ্লাইট বাড়ালো নভোএয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অভ্যন্তরীণ তিনটি রুটে ফ্লাইট বাড়িয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, সৈয়দপুর ৩টি এবং যশোর ৩টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৪টি, সৈয়দপুর ২টি এবং যশোর ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। চট্টগ্রাম রুটের নতুন ফ্লাইটটি সকাল ৮টায় ঢাকা ছেড়ে যাবে এবং চট্টগ্রাম থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে আসবে। সৈয়দপুর রুটের নতুন ফ্লাইটটি সকাল ১১টায় ঢাকা ছেড়ে যাবে এবং দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর থেকে ছেড়ে আসবে। যশোর রুটের নতুন ফ্লাইটটি সকাল পৌনে ১১টায় ঢাকা ছেড়ে যাবে এবং যশোর থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে ছেড়ে আসবে।

বর্তমানে নভোএয়ার চট্টগ্রাম রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ২৮০০ টাকা, সৈয়দপুর ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ২৯৯৯ টাকা এবং যশোর ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৩২০০ টাকা।

এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে কক্সবাজার ২টি, সিলেট ১টি এবং কলকাতা ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি