ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

তৃতীয় ছেলের বাবা হচ্ছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩২, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তৃতীয় ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। গত বছর ৩০শে জুন দীর্ঘ দিনের বান্ধবী রোকুজ্জোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।  বিয়ের আগেই তাদের ঘরে জন্ম নেয় দুই ছেলে তিয়াগো ও মাতেও। এবার চলতি মাসের শেষ বা মার্চের শুরুর দিকে জন্ম নিতে পারে মেসির তৃতীয় সন্তান। তার তৃতীয় সন্তানও ছেলে হবে বলে জানিয়েছে এই দম্পত্তি।

উল্লেখ্য যে, গত ২ নভেম্বর ৫ বছর পূর্ণ হয়েছিল মেসির বড় ছেলের। ছেলের জন্মদিন উপলক্ষে সেদিন বড়সর পার্টির আয়োজন করেন তারা। আর এ জন্মদিন অনুষ্ঠানেই তৃতীয় সন্তানের খবর দেন এ দম্পতী।

 

এমএইচ/টিকে

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি