ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল চূড়ান্ত আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়েছে এরইমধ্যে। এবার টাইগারদের পরবর্তী মিশন এখন  দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল চূড়ান্ত করতে বৈঠকে বসবেন নির্বাচকরা

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেন, আমরা আজ দক্ষিণ আফ্রিকা সফরের দল নিয়ে বসবো। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে একদম নতুন কারো ভালো খেলা কঠিন। তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত অভিজ্ঞ ও পুরাতনদের বিবেচনায় আনার চেষ্টা থাকবে আমাদের।

তিনি বলেন, পেস বিভাগকে শক্তিশালী করা হবে। স্কোয়াডে পাঁচ পেসার, এক স্পিনার ও আটজন ব্যাটসম্যান নেয়া হবে।

 

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি