দুই গোল খেয়ে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা দিল ৬ গোল
প্রকাশিত : ১৮:৫৭, ২১ জানুয়ারি ২০২৬
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীর নৈপুণ্যে লাল-সবুজ দল আজ নিজেদের চতুর্থ ম্যাচে ৬-৩ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।
থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুই গোল হজম করলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
১৩ ও ১৬ মিনিটে শ্রীলংকার হয়ে গোল দুটি করেন শানু ও ইমেশা। কিন্তু দুই মিনিটের মধ্যে পরপর দুই গোল করে সাবিনা খাতুন প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর শ্রীলংকা অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে আর দাঁড়াতেই পারেনি। স্কোরশিটে একে একে নাম লেখান সুমাইয়া, কৃষ্ণা রানী ও মাসুরা। এর মধ্যে কৃষ্ণার জোড়া গোলে ব্যবধান বড় করে বাংলাদেশ।
৪০ মিনিটে কৃষ্ণার দ্বিতীয় গোলের পরপরই লংকানদের হয়ে এক গোল পরিশোধ করেন প্রথমার্ধের গোলদাতা ইমেশা। কিন্তু এই গোল শেষ পর্যন্ত শ্রীলংকার পরাজয় ঠেকাতে পারেনি।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম ভারতের।
এএইচ










