ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দুই ম্যাচ নিষিদ্ধ চান্ডিমাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৩০, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম বল করেছে শ্রীলঙ্কা। চার ওভার কম বল করায়  আইসিসির ২.৫.২ অনুচ্ছেদ অনুযায়ী শ্রীলঙ্কার অধিনায়ক চান্ডিমালকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তবে চান্ডিমাল নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। কিন্তু রোববার বিকেলে শুনানির পর এ শাস্তি বহাল রাখা হয়। এ জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

একই ঘটনায় প্রথম দুই ওভারের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কার খেলোয়ারদের। এর পরের প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা। চার ওভার কম করায় শ্রীলঙ্কা একাদশের প্রত্যেক খেলোয়াড়ের ৬০ শতাংশ কেটে রাখা হবে।

অপরদিকে বোলিং পরিবর্তন ও পরিকল্পনা সাজাতে বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার সময় বেশি নিয়েছিল। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ দলের সবাইকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আর অধিনায়ক মাহমুদউল্লাহকে জরিমানা করা হয়েছে ২০ শতাংশ। দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি