ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

`দৈনিক হ্যাপী টাইমস` পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১২, ৩ মে ২০২৪

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দৈনিক হ্যাপী টাইমস পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

শুক্রবার (৩ মে) দুপুর একটার সময় জেলা প্রেসক্লাবের হল রুমে জমকালো আয়োজনে কেক কাটার মধ্যদিয়ে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন,  "এ পত্রিকাটি গণমানুষের কথা বলে, কথা বলে মানুষের সাফল্য- সফলতা-মানবতার ও ছিন্নমূল মানুষের দুঃখ দুর্দশা নিয়ে। গত এক বছর পত্রিকাটি  লক্ষ্মীপুরের সর্বস্তরের মেহনতি মানুষের দুঃখ দুর্দশার কথা বলেছে। সরকারের ও সরকারের  প্রতিনিধিদের উন্নয়নমূলক কাজ নিয়ে লেখালেখি করেছে। তাই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি জন্য আমি লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের দোয়া চাচ্ছি।" 

মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পি,পি,এম (বার), লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক পিয়াংকা দত্ত, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, উত্তম দত্ত, আল আমীন, লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক আতোয়ার রহমান মনির, সদস্য সচিব আনিস কবির, সাংবাদিক নাজিম উদ্দিন রানা, জহিরুল ইসলাম শিবলু, রাজু আহম্মেদ, পলাশ সাহ, নুর আহম্মদ মিলন, কিশোর কুমার দত্ত, মুসা কালিম উল্যাহ, মোকলেছুর রহমার ধনু, ফারুক হোসাইন, ইমরান হোসেন, সাজ্জাদুর রহমান ফরহাদ, রাকিব হোসেন, লক্ষ্মীপুর হকার সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ জেলার কর্মরত সকল প্রিন্ট এবং ইলেক্টোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সকল বক্তারা হ্যাপী টাইমস পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি