ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নরসিংদীতে গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৩, ২৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদীর মনোহরদী, বেলাব এবং রায়পুরা উপজেলার ইউনিয়নগুলোতে কর্মরত ৪৪০ জন গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে এসব সাইকেল বিতরণ করা হয়। 

স্থানীয় সরকারের অর্থায়নে এসব সাইকেল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। 

স্থানীয় সরকারের উপ-পরিচালক ভুইয়া মোহাম্মদ রোজাউর রহমান সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বিরু। 

এ সময় উপজলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথম ধাপে তিনটি ইউপিতে কর্মরত ৪৪০ জন নারী-পুরুষ গ্রাম পুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়। অচিরেই বাকি ইউনিয়নে কর্মরতদের মাঝে সাইকেল বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি