ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

প্রকাশিত : ১২:১৯, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:২২, ২০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি। মেয়র পদে প্রার্থীও চূড়ান্ত। ঘোষণা না হলেও তৈমুর আলম খন্দকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত। গেলো শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়। নারায়ণগঞ্জের নেতাদের ডেকে নির্বাচনের প্রস্তুতিও নিতে বলা হয়। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মেয়র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে কাজ করতে বলা হয়। সিদ্ধান্ত ঘোষণার পরই ঐক্যব্ধভাবে নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন দলের নেতারা। ২০১১ সালের সিটি নির্বাচনে বিএনপি তৈমুর আলম খন্দকার প্রার্থী করলেও ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করেন তিনি। কিন্তুু এবারের নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকতে চায় বিএপি। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উৎসব হবে বলেই আশা করছেন নারায়ণগঞ্জবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি