ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪০, ৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও আলোচনা সভা।

বুধবার সকালে নারী দিবসের একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় নারী দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার চৌধুরী, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, এবং অতিরিক্ত পুলিশ সুপার বিজয় সেন। এছাড়াও কর্মসূচিতে জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি