ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

নোয়াখালীতে করোনায় মৃত্যু ৩ জনের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ২৭ জুন ২০২১

নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৩৮ জন। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। 

চলমান লকডাউনে চতুর্থ দফার আজ ২য় দিন। লকডাউনে আওতায় রয়েছে নোয়াখালী পৌরসভা, সদরের ৬টি ইউনিয়নসহ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা, একলাশপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়ন।

এদিকে নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা ও ৮টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। ইউনিয়নের প্রবেশমুখে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। 

এর আগে শনিবার দিনব্যাপী লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি