ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি একরামুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মোঃ একরামুল হক ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিলকুশা শাখার ব্যবস্থাপক ছিলেন। 

একরাম ২০০৬ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাবুবাজার, বংশাল, মতিঝিল, বৈদেশিক বাণিজ্য, গুলশান শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান খুলনা এবং সর্বশেষ দিলকুশা শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

একরামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। র্দীঘ এক যুগ ধরে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় সফল শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। মোঃ একরামুল হক নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামে একটি সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। 

আরকে/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি