ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পত্নীতথলায় আন্তঃইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলায় বিজয় দিবস উপলক্ষে আন্তঃইউনিয়ন ভলিবল টুনামেন্ট- ২০১৭ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলার মাটিন্দর ও পাটিচরা ইউনিয়ন দল খেলায় অংশগ্রহণ করেন।

সোমবার বেলা ১১টায় নজিপুর পাবলিক মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) উপজেলা প্রশাসক কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

এসময় অতিথিদের মধ্যে খেলাটি উপভোগ করেন ও উপস্থিত ছিলেন, পত্নীতলা সার্কেলের এএসপি তারেক জোবায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ ঝরণা, নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি