ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাকিস্তানের বিরুদ্ধে তামিম-আমলাদের রোমাঞ্চকর জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২০ রানে হেরে গিয়েছিল বিশ্ব একাদশ। এবার  দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল তামিম -আমলারা।


বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ৪৫ রান করেন বাবর আজম, ৪৩ রান করেন আহমেদ শেহজাদ।


১৭৪ রানের জবাব দিতে নেমে হাশিম আমলার দারুন ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় বিশ্ব একাদশ। ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন হাশিম আমলা। তার ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কায়। থিসারা পেরেরা ১৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। ৫টি ছক্কার মার ছিল তার রানে।


তামিম ইকবাল ১৯ বল খেলে ২৩ রান করেন। ২টি বাউন্ডারি, ১টি ছক্কার মার মারেন তিনি। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল শুক্রবার একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সূত্র : ক্রিকইনফো
//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি