ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৪ নভেম্বর ২০২১ | আপডেট: ০৮:৫০, ২৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় বুধবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ঘাটের দুই পারে অপেক্ষায় রয়েছে বহু যানবাহন। এদিকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোর থেকে পদ্মায় কুয়াশা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করা হয়। 

এতে তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে কয়েকটি ফেরি। এদিকে নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অন্তত ছয়শ যানবাহন। তবে এরমধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।

কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি