ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

পীরগঞ্জে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পীরগঞ্জ উপশাখা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় সোমবার ২ আগস্ট, ২০২১ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। 

এসময়ে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুায়ালি সংযুক্ত হন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন, লিগ্যাল এন্ড রিকভারি বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ ও এসইভিপি মোঃ নুরুল আজিম, বিভাগীয় প্রধানসহ রংপুর শাখার ব্যবস্থাপক রাশেদ মাহবুব রাব্বান, উপশাখার তত্ত্বাবধায়ক শাখা শাখা বীরগঞ্জের ব্যবস্থাপক মোঃ আবু জাফর, উপশাখার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি