ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

পুনরায় মাহবুবুর রহমান সিআইইটিএসির আরবিট্রেটর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৯ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য আরবিট্রেশন কমিশনের (সিআইইটিএসি) আরবিট্রেটর হিসেবে পুনরায় পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন। ২০১৭ সালের জুলাই থেকে সিআইইটিএসির প্যানেলে বাংলাদেশ থেকে একমাত্র আরবিট্রেটর তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুবুর রহমান বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিয়াক একটি অলাভজনক প্রতিষ্ঠান। দেশে সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত একমাত্র বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান এটি।

সিআইইটিএসি একটি স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্যিক আরবিট্রেশন প্রতিষ্ঠান। এটি স্বাধীন ও নিরপেক্ষ আরবিট্রেশনের মাধ্যমে আন্তর্জাতিক এবং সীমান্তবর্তী অর্থনৈতিক ও বাণিজ্য বিরোধ সমাধান করে থাকে।

মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ইটিবিএল হোল্ডিংসের চেয়ারম্যান ও সিইও।

মাহবুবুর রহমান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি