ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কম্বল প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ৩০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:৩৮, ৩০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দেশের শীতার্ত দরিদ্র জনগণের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ব্যাংক প্রদত্ত অনুদানের কম্বল গ্রহণ করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং ব্যাংকের পরিচালক ও পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন উপস্থিত থেকে কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি