ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাউজান শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাউজান শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী। 

এসময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস.এম নজরুল ইসলাম,পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান শাহাজাদা বসুনিয়া, রাউজান শাখার ব্যবস্থাপক মো. হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি