ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৯, ৩০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে ৩ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ সোহেল মিয়া নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।  সোমবার রাতে তাকে মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় তাকে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছে। 

সোহেল বন্দরের মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং আন্দিরপাড় এলাকার আনোয়ার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর ও যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও মাদক আইনে বেশ কিছু মামলা রয়েছে। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর যাত্রাবাড়ি থানার এক মাদক মামলায় কারাভোগও করেন তিনি। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ডগুলিসহ সোহেল মেম্বারের গ্রেপ্তার এবং মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি