ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ববিসাসের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ববি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:০৩, ৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

"বস্তুনিষ্ঠ সংবাদ,তারুণ্যের মূলপ্রবাদ" এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

শনিবার সকালে বরিশাল শহরের বেলস্ পার্কে ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় ছিন্নমূল শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়িতে থাকায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন অনেকে।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৮টায় "উচ্চ শিক্ষার মানোন্নয়নে ক্যাম্পাস সাংবাদিকতা" শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এশিয়া প্যাসিফিক প্রধান সরোয়ার আলম, ফ্রিল্যান্স সাংবাদিক ডেইলি স্টার ও প্রথম আলোর সাবেক সিনিয়র সাংবাদিক শরিফুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি  আবির রায়হান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মঈন উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি  হুমায়ুন কবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)  যাত্রা শুরু করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে নিয়েছে সংগঠনটি।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি