বরফ পানিতে খালি গায়ে পুতিনের ডুব
প্রকাশিত : ১১:০২, ২০ জানুয়ারি ২০১৮
তীব্র শীতের মধ্যেই একটি অনুষ্ঠানে অংশ নিয়ে লেকের বরফ শীতল পানিতে খালিগায়ে ডুব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সাইবেরীয়ায় এখন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস প্রায়। ঠাণ্ডায় বরফ জমে যাচ্ছে সব জায়গায়। এমন এক সময়ে গত বৃহস্পতিবার পুতিনের এই কাণ্ড দেখে অবাক হয়েছেন অনেকেই।
অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এপিফ্যানি উদযাপন উপলক্ষে রাজধানী মস্কোর ২৫০ মাইল উত্তরের লেক সেলিজারের বরফ ঠাণ্ডা পানিতে পুতিন ওই ডুব দেন। পুতিনের এ কাণ্ড এবং অনুষ্ঠানটির দৃশ্য সম্প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
সূত্র: দ্য গার্ডিয়ান।
একে/এসএইচ
আরও পড়ুন










