ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রতিদিনের কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আহমেদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রতিদিনের কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আহমেদ (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়ে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

শনিবার বাংলাদেশ প্রতিদিনের  অফিসে থেকে  খিলগাঁওয়ের বাসায় যাওয়ার পথে দক্ষিণ বাড্ডা এলাকায় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিন আহমেদের মৃত্যুর সংবাদে তার পরিবার ও সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মহিউদ্দিন আহমেদ ১৯৫২ সালে চাঁদপুরের মতলব উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে  স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি