ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৯, ১০ জুলাই ২০২০ | আপডেট: ১৮:২৩, ১০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে  ইমরান (২০) নামে এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পাশের দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামাল মুসল্লীর ছেলে।

আহতের ভাই এম মোর্শেদ জানান, ভাই ইমরানসহ দু’জন মিলে পল্লী বিদ্যুতের ঠিকাদারি কাজ করেন তারা। বাউফল জোনাল অফিসের লাইনম্যান সারাদিন বিদ্যুৎ শাটডাউনের কথা জানালে লাইনের কাজে ছুটে যান দুই ভাই। হঠাৎ কে বা কারা লাইন সচল করায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে খুঁটি থেকে সিটকে মাটিতে পড়ে যায়।  আহত শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি