ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বাভুমাসহ ৩ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:১২, ৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিতে থাকা ডিন এলগার ও এইডেন মারক্রামের পর এবার টেম্বা বাভুমাকেও সাজ ঘরে পাঠালো বাংলাদেশ। সর্বশেষ আউট হওয়া বাভুমা আগের ওভারেই অফ স্টাম্পের বাইরের বলে দারুণ এক কাট শটে চার মেরেছিলেন রুবেল হোসেনকে। সেই একই চেষ্টায় শুভাশিসকেও মারতে গিয়ে আউট হলেন বাভুমা।

ফূল লেংথ বল করার পরই শর্ট অফ লেথ করেছিলেন শুভাশিস। স্টাম্পের বাইরে, তবে একটু বাড়তি বাউন্স। তাতেই সর্বনাশ বাভুমার। ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ। ৭ রানে ফিরলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ২৮৮। ৪৫ রানের মধ্যে বাংলাদেশ তুলে নিল ৩ উইকেট।

এর আগে রুবেলের দুর্দান্ত বোলিংয়ে বোল্ড হলো এইডেন মারক্রাম। ওভরের প্রথম তিন ডেলিভারিই রুবেল করেছিলেন শর্ট বল। পেছনের পায়ে যেতে বাধ্য করেছিলেন মারক্রামকে। এরপর দারুণ এক ইয়র্কার। শেষ মুহূর্তে একটু রিভার্স সু্ইং করে বল ঢোকে ভেতরে। ১৪০.২ কিলোমিটার গতির ডেলিভারিতে উড়ল মারক্রামের মিডল স্টাম্প। ১৪৩ রানে আউট মারক্রাম। বিদায় নিলেন সেঞ্চুরিয়ান দু ওপেনারই। দক্ষিণ আফ্রিকার রান সে সময় ২ উইকেটে ২৭৬।

সেশনের প্রথম আউট হওয়া উকেট ছিল ডিন এলগার। মুস্তাফিজের বাউন্সারে আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন ডিন এলগার। কিন্তু শেষ পর্যন্ত শুভাশিসের বাউন্সারে আউট হলেন এলগার। তবে সে উইকেট প্রাপ্তিতে ছিল মুস্তাফিজের ছোঁয়াও।

নতুন স্পেলে শুভাশিসের সেটি প্রথম ওভার। বাউন্সারে এলগারের পুল শটে টাইমিংয়ে গড়বড়। ফাইন লেগ সীমান্ত থেকে ভেতরে ছুটে এসে দারুণ ক্যাচ নিলেন মুস্তাফিজুর রহমান।

১১৩ রানে আউট হলেন এলগার। ২৪৩ রানে ভাঙল উদ্বোধনী জুটি। বাংলাদেশের বিপক্ষে এটি তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জটি। মারক্রামের সঙ্গে জুটি বাঁধলেন হাশিম আমলা।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি