বিএবি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত : ১১:০৭, ১৯ নভেম্বর ২০১৯
বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার আয়োজিত দুইদিন ব্যাপী ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিষ্ট ফিন্যান্সিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত রোববার শেষ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র রিসার্চ এন্ড ট্রেইনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন স্যোসাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, এনসিসি ব্যাংকের পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম এবং (বিএবি) এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উক্ত কর্মশালায় বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
একে//
আরও পড়ুন










