ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিশ্বের সেরা ফুটবলাররা রিয়ালে খেলে: মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মনে করেন, রিয়াল মাঝে মাঝে খারাপ খেলেও দারুণ সব জয় নিয়েই মাঠ ছাড়ে, বিশ্বের অন্য কোনও ক্লাব এমনটা পারে না। কারণ রিয়ালের আলাদা আলাদা পজিশনে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছেন বলে মনে করেন বার্সার এ তারকা।

মেসি বলেন, ‘রিয়ালের চ্যাম্পিয়নস লিগের খেলা দেখে দারুণভাবে অনুপ্রাণিত হই। প্রতি বছর চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’ মেসির ম্যানসিটি যাওয়ার গুঞ্জন মাঝে মাঝেই শোনা যায়। কিন্তু ম্যানসিটি যাওয়ার প্রশ্ন শুনে অবাক হয়েছেন মেসি।

পেপ গার্দিওয়ালার ইংলিশ ক্লাবে কোচিং করানো নিয়ে মেসি বলেন, তিনি বিশ্বের সেরা কোচদের একজন। মাঠে তিনি এমন অনেক কিছুই প্রয়োগ করবেন যা আপনি আগে কখনই দেখেননি।

সূত্র: ইএসপিএন

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি