ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিশ্ব একাদশকে হারিয়ে সিরিজ পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ইন্ডিপেনডেন্ট কাপ সিরিজ জিতল পাকিস্তান। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে।


পাকিস্তানে ক্রিকেট ফেরানোর উদ্যোগে আয়োজিত ইন্ডিপেন্ডেন্স কাপ টি-টোয়েন্টি জয়ে মূল ভূমিকা শেহজাদের ৮৯ রান। ইনিংসে ২০ ওভারে পাকিস্তান তুলেছিল ৪ উইকেটে ১৮৩। তামিম ইকবাল এদিনও পারেননি ভালো কিছু করতে। আউট হয়েছেন ১৪ রানে।


প্রথম দুই ম্যাচের মতো শুক্রবারও পাকিস্তানকে বড় স্কোরের পথে নিয়ে যায় দলের টপ অর্ডার। ২৫ বলে ২৭ রান করে আগে ফেরেন ফখর জামান। তবে ততক্ষণে ৫০ বলে ৬১ রানের উদ্বোধনী জুটি পেয়ে গেছে পাকিস্তান।


এরপর শেহজাদ ও বাবর আজমের জুটি এদিনও পাকিস্তান ইনিংসের মেরুদণ্ড। ৩৭ বলে পঞ্চাশ স্পর্শ করে শেহজাদ। অর্ধশতকের পর একটু কমে গিয়েছিল তার গতি। পরে আবার ছোটেন ঝড়ের গতিতে। টানা তিন ছক্কা মারেন বেন কাটিংকে।


এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু রান আউট হয়ে যান ৫৫ বলে ৮৯ রানে। প্রথম ম্যাচের নায়ক বাবর এদিন করেন ৩১ বলে ৪৮। শেষ দিকে যথারীতি দুই ছক্কায় ৭ বলে অপরাজিত ১৭ শোয়েব মালিক।


বিশ্ব একাদশের রান তাড়ায় প্রথম ওভারেই ইমাদ ওয়াসিমকে তিনটি চার মারেন তামিম। তবে তার দৌড় শেষ দ্বিতীয় ওভারেই। বাঁহাতি পেসার উসমান খানের একটু নিচু হওয়া বলে বোল্ড।


আগের ম্যাচে অপরাজিত ৭২ রান করা হাশিম আমলার বিদায় এদিন ২১ রানেই। সুবিধা করতে পারেননি বাকিরাও। ১০ ওভার শেষ হওয়ার আগেই নেই ৫ উইকেট।


আগের ম্যাচে নাটকীয় জয়ের নায়ক থিসারা পেরেরা ঝড় তুললেন আবারও। তবে এবার লক্ষ্য ছিল আরও কঠিন। প্রয়োজন ছিল আরও অতিমানবীয় কিছু। পেরেরা পেরে ওঠেনি। ১৩ বলে ৩২ রানের ইনিংস খেলে শেষ।


৩২ রান করেছেন ডেভিড মিলারও। তবে ম্যাচে তা প্রভাব ফেলেনি। পরিস্থিতির দাবি মেটাতে পারেননি ড্যারেন স্যামি (২৩ বলে ২৪*)। বিশ্ব একাদশের ইনিংস শেষ হওয়ার বেশ আগেই শেষ ম্যাচের উত্তেজনা।
তবে পাকিস্তান ক্রিকেটে উত্তেজনা ফিরিয়ে আনল এই সিরিজ। এবার তারা আশায় থাকবে বড় দলগুলিরর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের!


সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৮৩/৪ (ফখর ২৭, শেহজাদ ৮৯, বাবর ৪৮, মালিক ১৭*, ইমাদ ০, সরফরাজ ০*; বদ্রি ০/২৮, মর্কেল ০/৪২, কাটিং ০/২৬, থিসারা ২/৩৭, স্যামি ০/২৪, তাহির ০/২৬)।
বিশ্ব একাদশ: ২০ ওভারে ১৫০/৮ (তামিম ১৪, আমলা ২১, কাটিং ৫, দু প্লেসি ১৩, বেইলি ৩, মিলার ৩২, থিসারা ৩২ , স্যামি ২৪*, মর্কেল ১, বদ্রি ০*; ইমাদ ১/৩৪, উসমান ১/২৬, হাসান ২/২৮, রাইস ১/২০, নওয়াজ ০/৭, শাদাব ০/৩৪)।
ফল: পাকিস্তান ৩৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধনে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আহমেদ শেহজাদ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি