ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সমাপনী কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০ গত ৫ অক্টোবর শুরু হয়ে আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ১০ অক্টোবর ডিবিএ- এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০ এর সমাপনী অনুষ্ঠানটি আগামীকাল রোববার, ১১ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে পালন করবে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্টক একচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান।

‘ব্রোকার হাউসের সেবাসমূহ ও বিনিয়োগকারীর অধিকার’ বিষয়ে কি-নোট বক্তব্য প্রদান করবেন এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার ড. শেখ সামছুদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি