ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩২, ২৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ২২:০৭, ২৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন সাজাপ্রাপ্ত আসামি। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জহিরুল ইসলাম, মো. ইসমাইল, মো. ইউছুফ বাবুল ও আবুল ফারাহ। অপর গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সাইফুল ইসলাম, ইউছুফ ও আবদুল কাদের জিলানী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি, এএসআই আল আমিন, শুভাষ চক্রবর্তী, নাজমুল ইসলাম ও নূর নবীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল ফারাহ ও একই মামলায় এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি জহিরুল, ইসমাইল ও বাবুল’সহ অন্য মামলায় মোট ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়।  

ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি