ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বেসিক ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বেসিক ব্যাংক লিমিটেড-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম। সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব রুখসানা হাসিন সভায় অংশগ্রহন করেন। 

এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য - মোঃ সাহেব আলী মৃধা, মোঃ রাজীব পারভেজ, মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত পর্যবেক্ষক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, চীফ ফাইন্সিয়াল অফিসার (সিএফও), কোম্পানি সচিব এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স আজিজ হালিম খায়ের চৌধুরী এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি