ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ব্যাংক এশিয়ার ইউকে এক্সচেঞ্জ ও ইনপে’র মধ্যে চুক্তি সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৩, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার সোবার ধারাবাহিকতায় এবার ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ”অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস” চালু করা হলো। এ উপলক্ষে ব্যাংক এশিয়ার ইউ.কে এক্সচেঞ্জ এবং ইনপে-র মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

গত ২৫ নভেম্বর ২০১৮ ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিসে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ. রউফ চৌধুরী এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এর উপস্থিতিতে ব্যাংকের ইউ.কে এক্সচেঞ্জ প্রধান এবিএম কামরুল হুদা আজাদ এবং ইনপে’র আঞ্চলিক পরিচালক মি. স্টেন কোল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, এ অনলাইন মানি ট্রান্সফারের মাধ্যমে ইউরোপে বসবাসকারী প্রবাসীরা খুব সহজেই যে কোন অবস্থান থেকে দেশে টাকা পাঠাতে পারবে। এটি টাকা পাঠানোর সহজ, নিরাপদ ও দ্রুততম উপায়। প্রাথমিক ভাবে এ সেবা ইউরোপের ডেনমার্ক, জার্মানী, ফ্রান্স, ইতালি, গ্রীস, সুইডেন, পর্তুগাল এবং স্পেনে পাওয়া যাবে। পর্যায়ক্রমে এ অনলাইন সেবা অন্যান্য দেশেও চালু করা হবে।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. বোরহান উদ্দিন, জিয়াউল হাসান মোল্ল্যা সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি