ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ব্যাটিংয়ে বাংলাদেশ, সানজামুলের বদলে আবুল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তিন জাতির টুর্নামেন্টে মিরপুরে শ্রীলংকার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি। এ নিয়ে এই সিরিজে টানা চার ম্যাচে টস ভাগ্য কথা বলল বাংলাদেশ সেনাপতির।এদিকে নানা দিক বিবেচনায় দল থেকে বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম। তার বদলে তিন বছর পর দলে ঢুকেছেন পেসার আবুল হাসান রাজু।

আবুল হাসান শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালের এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে। এরপর আর দেশের হয়ে খেলার সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। এবার সুযোগ পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে।
 
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের পরও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলেছিলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

তিন জাতির টুর্নামেন্টে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও শ্রীলংকার জন্য মরা বাঁচার লড়াই। কারণ আজ হারলে কোনো হিসেব নিকেশ ছাড়াই ফাইনাল থেকে ছিটকে পড়তে হবে হাথুরের সৈনিকদের।
গ্রুপপর্বের এ শেষ ম্যাচটি জিতলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। হারলেও শ্রীলঙ্কার (-০.৯৮৯) ফাইনালে ওঠার পথ খোলা থাকবে তবে সে ক্ষেত্রে জিম্বাবুয়ের (_১.০৮৭) চেয়ে নিট রানরেটে এগিয়ে থাকত হবে দিনেশ চান্ডিমালের দলকে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
/ এআর /
 



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি