ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন তামারা আবেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:১৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বোর্ডের সদস্য ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হলেন।

রোববার ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই থেকে তামারা হাসান আবেদের নিয়োগ কার্যকর হয়েছে। তামারা হাসান আবেদ ২০১১ সালের জানুয়ারিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সদস্য এবং ওই বছরের মার্চে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বোর্ডের আর্থিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি।

তামারা আবেদ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ করেছেন। শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বেটা গামা সিগমা সোসাইটি কর্তৃক তিনি সম্মানিত হয়েছেন। অর্থনীতিতে স্নাতক করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে। ২০১০ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তাকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থা এশিয়া সোসাইটি থেকে তিনি পেয়েছেন ‘এশিয়া ২১ ইয়াং লিডার’-এর স্বীকৃতি। ২০১৪ সালে তিনি লাভ করেন ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেসের ‘আউটস্ট্যান্ডিং উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি