ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভালো কিছুরই আশা করছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কা সফরে ভালো কিছুরই আশা করছে বাংলাদেশ। এরইমধ্যে প্রস্তুতিও শুরু করেছে টাইগাররা। প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন জানালেন, বিগত কয়েকটি সফরে জয় না পেলেও ক্রিকেটাররা জয়ের সুযোগ তৈরি করেছে, ক্রিকেটাররাও এখন অনেক বেশি অভিজ্ঞ। তাই এবার একটা ভালো সিরিজ হতে যাচ্ছে বলেই মনে করছেন তিনি। ভারত সফর শেষে ১০দিন বিরতির পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়ে গেলো বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলছেন সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই তিন জন ছাড়া অনুশীলনে ছিলেন দলের সবাই। বিগত কয়েকটি সফরে বাংলাদেশ ভালো খেলেও জয় পায়নি। কয়েকটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেছে মুশফিকরা। আর এটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন টাইগারদের ফিটনেস ট্রেনার। ইনজুরির কারণে দলে নেই ইমরুল কায়েস। তবে, নিজেকে  ফিরে পেতে ঐচ্ছিক অনুশীলন করে যাচ্ছেন এই ওপেনার। আর পুরোপুরি ফিট হতে পারলে দ্বিতীয় টেস্টেই দলে সুযোগ রয়েছে বলে জানান ভিল্লাভারায়ণ। সফরে লঙ্কানদের সাথে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৭ মার্চ গলে প্রথম টেস্ট খেলতে নামবেন সাকিব-তামিমরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি