‘ভিএক্স নার্ভ এজেন্ট’র কারণে কিম জং-উনের ভাইয়ের মৃত্যু
প্রকাশিত : ১৩:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
স্নায়ুতন্ত্রের জন্য বিষাক্ত গ্যাস ‘ভিএক্স নার্ভ এজেন্ট’র কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ভাইয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার পুলিশ।
গেলো ১৩ ফেব্র“য়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী কিম ন্যামের মুখে বিষাক্ত বিষ মেখে দেয়। ময়নাতদন্তে কিম ন্যামের চোখে ও মুখে ভিএক্স পাওয়া গেছে। দেহের ত্বকে এ বিষ লাগলে কয়েক মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। এদিকে ন্যাম হত্যার ঘটনায় সন্দেহভাজন চার উত্তর কোরিয় নাগরিকের জন্য সতর্কতা জারি করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে মালয়েশিয়া। এ চারজন হত্যাকাণ্ডের দিনই মালয়েশিয়া ছেড়ে গেছে বলে ধারনা পুলিশের।
আরও পড়ুন