ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মারা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

না ফেরার দেশে চলে গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।

শুক্রবার (২৯ নভেম্বর) স্থানীয় সংবাদ মাধ্যম জাপান টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নাকাসোনে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের বিপর্যয় কাটিয়ে উঠতে শীতল যুদ্ধকালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেন।

সেসসয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

ইয়াসুহিরো নাকাসোনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তার পররাষ্ট্র নীতি তুলে ধরে ইউরোপ এবং আমেরিকাকে জাপানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেন।

তবে, যুক্তরাষ্ট্রের পরামর্শে সংবিধানে সংশোধনী আনতে চেয়ে ব্যর্থ হন তিনি। দেশটিতে সংস্কার আনতে গিয়ে আমলাদের সঙ্গে রীতিমত যুদ্ধে নামতে হয়েছিল তাকে।

এআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি