ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতকে হারানোর পর মালদ্বীপকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার বাংলাদেশের জয়টি ২-০ গোলের ব্যবধানে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মাহবুব হোসেন রক্সির দল।

আগের ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকে আধিপত্য করে খেলছিল। নবম মিনিটেই এগিয়ে যায় দল। সতীর্থের বাড়ানো বল ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন সৈকত মাহমুদ মুন্না। ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারছিল না বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে জাফর ইকবালের দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করতে করতে বক্সের ডান দিক থেকে এই ফরোয়ার্ডের নেওয়া বাঁ পায়ের শটে পরাস্ত গোলরক্ষক।

এ নিয়ে দুই ম্যাচে জাফরের গোল হলো ৩টি। তিন গোল হজমের পর ভারতকে ৪-৩ ব্যবধানে হারানো ম্যাচে জোড়া গোল করেন চট্টগ্রাম আবাহনীর এই ফরোয়ার্ড।

আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ভুটানের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছে তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে বাংলাদেশের পেছনে রেয়েছে ভুটান।

আরকে//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি