ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের জেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অর্থ পাচারের মামলায় সাবেক প্রেসিডেন্টকে এই দণ্ডাদেশ দেয়া হয়।

গতকাল বৃহস্পতিবার তার এই শাস্তি ঘোষণা করেন আদালত। তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আবদুল্লাহ ইয়ামিন। রায় ঘোষণার সময় সমর্থকেরা আদালতের বাইরে জড়ো হয়ে তার পক্ষে নানা স্লোগান দেয়।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন তিনি। ওই নির্বাচনে হেরে যাওয়ার আগেই এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। মামলার পর গত ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ৬৫ লাখ ডলারসহ তার কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করে দেশটির সরকার।

এর আগে দীর্ঘ পাঁচ বছর ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে কঠোর হাতে শাসন করেন আবদুল্লাহ ইয়ামিন। সেই সঙ্গে দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি