ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

মিডিয়াকম সিওও অজয় কুণ্ডু’র মাতৃবিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) অজয় কুমার কুন্ডুর মা মিনতি কুন্ডু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিছুদিন ধরে স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (১৭ জানুয়ারি) তার নিজ বাড়ি শাহজাদপুরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তিনি এনটিভি’র হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু, এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক চন্দন কুমার কুণ্ডু এবং বাংলা টিভির মার্কেটিং ইনচার্জ চয়ন কুমার কুণ্ডুসহ ৭ ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি