ঢাকা, শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬

মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ আর উত্তেজনা। দল দুটির সমর্থকদের মধ্যেও উত্তেজনার কমতি থাকে না। এছাড়া পুরো ফুটবল বিশ্ব দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তির হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। 

সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তাদের বিশ্ব ভ্রমনের সূচি এবং আর্জেন্টিনার সাথে তাদের খেলার সূচি প্রকাশ করেছে।

আর তাতে দেখা যায় চলতি বছর ১২ অক্টোবরে রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা।

এই খেলার চারদিন পর ১৬ অক্টোবর বিশ্ব ফুটবল দেখবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।

এদিকে এবারের রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল।

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি