ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মৌলভীবাজারে দুইজনকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে দুই ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাহবাব রহমান (২০) ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাহি আহমদ (১৮)।

নিহত দুই জন ছাত্র লীগের কর্মী নয় দাবি করে জেলা ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জান রনি বলেন, ‘নিহত দুইজন ছাত্রলীগের কোনো কমিটিতে নেই। তবে ছাত্রলীগ সমর্থক হলেও হতে পারে, সেটা আমার জানা নেই।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদের কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

 

 

এসি/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি