ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

দেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১৩ জুলাই) এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। 

নূরুল ইসলাম বাবুল তার স্ত্রী সংসদ সদস্য সালমা ইসলাম, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি