ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

যে কারণে বাদ পড়লেন নাসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বহুদিনের চেষ্টায় ও নিজেকে প্রমাণের মধ্য দিয়ে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন নাসির হোসেন। তবে দুই বছর পর টেস্ট দলে ফিরেই পরের সিরিজে বাদ পড়লেন তিনি।
 
কারণ হিসেবে জানানো হল- দক্ষিণ আফ্রিকা সিরিজের কন্ডিশন ও কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন তিনি।
 
সোমবার বিকালে প্রোটিয়াদের বিপক্ষে দল ঘোষণা করে বিসিবি।
 
এর পর নাসিরের বাদ পড়ার ব্যাখ্যা দেন মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, আমরা দেশে এক ধরনের ক্রিকেট খেলি, বিদেশে আরেক রকম। ভারসাম্য রাখতেই আমরা দুইভাবে চিন্তা করি। তাই কম্বিনেশন ও বাউন্সি উইকেটে খেলার দুর্বলতার কারণে নাসিরকে বাদ দেওয়া হয়েছে।
 
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পাঁচ পেসার। স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। বাউন্সি উইকেটে ভালো খেলার রেকর্ড দলে ফিরিছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
 
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জায়গা করে নেন নাসির। ঢাকা টেস্টে ২৩, ০ রানের দুটি ইনিংসের পর চট্টগ্রামে ৪৫, ৫ করেন নাসির।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি