ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

যৌন হেনস্থার শিকার অক্ষয়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অক্ষয় কুমার! সেই ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এনেছেন অভিনেতা নিজেই। 

‘দ্য হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে অক্ষয়ের এই মন্তব্য প্রকাশ্যে এসেছিল। 

২০১৭ সালে মুম্বাইয়ে মানব পাচার নিয়ে এক আন্তর্জাতিক আলোচনায় যোগ দিয়ে অতীতে তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার কথা তুলে ধরেন অক্ষয়।

অক্ষয় বলেন, “আমার এক অভিজ্ঞতার কথা বলছি। তখন আমার বয়স খুবই কম। এক দিন লিফটম্যান আমায় খারাপ ভাবে স্পর্শ করেছিলেন।”

এর পর কী ঘটেছিল, তা বিস্তারিত ভাবে বলতে শুরু করেন অক্ষয়। 

তিনি বলেন, “যেহেতু বাবা-মার সঙ্গে সহজেই মিশতে পারতাম, তাই এ কথা তাদের জানিয়েছিলাম। পরে ওই ব্যক্তি অন্য একটি ঘটনায় ধরা পড়েন। জানা যায়, প্রায়শই এ ধরনের আচরণ করতেন ওই ব্যক্তি।”

এই প্রসঙ্গে অক্ষয় সকলের উদ্দেশে বলেন যে, সন্তানরা যাতে সব কথা তাদের বাবা-মাকে বলতে পারে, এটা সকল অভিভাবকের দেখা উচিত। তা হলেই এ ধরনের অপরাধীকে দ্রুত চিহ্নিত করা সম্ভব।

আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি