ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন কাজল।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্বাচনে প্রয়োজনীয় পদের অধিক সংখ্যক বৈধ প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম রিজিয়নের ছয়জন সদস্য নির্বাচিত হয়। এই কমিটি আগামী দুই বছরের জন্য (২০১৮-২০২০) দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত তিনজন পরিচালকের মধ্য থেকে অফিস বেয়ারার পদে সাতজনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১৮-২০২০ মেয়াদে অফিস বেয়ারার পদে নির্বাচিতরা হলেন প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন)। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট-২ মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট-৩ কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা এবং চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. আবদুল কৈয়ূম চৌধুরী।

গত ২২ সেপ্টেম্বর রিহ্যাব নির্বাচন ২০১৮-২০২০-এর তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি